About Doctor
ডা. মো. জিল্লুর রহমান খান (রতন) বর্তমানে সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে সাইকিয়াট্রি (মানসিক রোগ) বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা-এ কর্মরত রয়েছেন। তিনি সুদীর্ঘ এক যুগেরও অধিক সময় ধরে মানসিক রোগ চিকিৎসা ও মানসিক স্বাস্থ্য সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি ১৯৯৮ সালে সাফল্যের সাথে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা থেকে এমবিবিএস ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে ২০০৩ সালে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন (NIPSOM), মহাখালী, ঢাকা থেকে জনস্বাস্থ্য বিষয়ে এমপিএইচ (ইপিডেমিওলজী) ডিগ্রী লাভ করেন। ডা. মো. জিল্লুর রহমান খান এমবিবিএস সম্পন্ন করার পর সাইকিয়াট্রি (মানসিক রোগ) বিষয়ে অগ্রহী হয়ে উঠেন যার ফলশ্রুতিতে তিনি সাইকিয়াট্রি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ শুরু করেন। তিনি ২০০৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর মাধ্যমে সরকারী চাকুরীতে যোগদানের পর পরবর্তীতে ২০১০ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্টনিস (BCPS) থেকে সাফল্যের সাথে সাইকিয়াট্রিতে ফেলোশীপ ডিগ্রী এফসিপিএস (সাইকিয়াট্টি) অর্জন করেন। তিনি বাংলাদেশের ৩টি মানসিক চিকিৎসার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট (ঢাকা), ঢাকা মেডিকেল কলেজ (ঢাকা) ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (ঢাকা) এর সাইকিয়াট্রি বিভাগ থেকে সাইকিয়াট্রি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। রোগীবান্ধব ডা. মো. জিল্লুর রহমান খান দীর্ঘদিন যাবৎ মানসিক রোগ চিকিৎসার পাশাপাশি সাইকিয়াট্রি ও মানসিক স্বাস্থ্য বিষয়ে শিক্ষা ও পাঠদান, গবেষণ্য ও মানসিক রোগ প্রতিরোধে জনসচেতনামূলক বিভিন্ন কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। বর্তমানে তার সাইকিয়াট্রি বিষয়ে দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণা কাজের সংখ্যা ৪৫টি'র অধিক। এছাড়াও তিনি সম্প্রতি ২০২০ সালে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা Springer publication থেকে প্রকাশিত মানসিক স্বাস্থ্য বিষয়ে আন্তর্জাতিক রেফারেন্স বই Mental Health & Illness in the Rural World এর একটি অধ্যায়ের লেখক। তিনি ২০১৬ সালে শিশু-কিশোরের মানসিক রোগ বিষয়ে লন্ডনের সম্মানজনক ACAMH ফেলোশীপ লাভ করেন এবং South London and Maudsley হাসপাতাল থেকে এ বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন। তিনি ২০১৪ সালে তরুণ মানসিক রোগ বিশেষজ্ঞ হিসেবে জাপানের সম্মানজনক JSPN (Japanese Society of Psychiatry and Neurology) ফেলোশীপ অ্যাওয়ার্ড ও ভারতের Young International Psychiatrist Fellowship Award ও ২০১২ সালে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিতব্য WPA (World Psychiatric Association) এর Early Career Psychiatrist Fellowship Award গ্রহণ করেন। সাইকিয়াট্রিতে এফসিপিএস ডিগ্রী অর্জনের পর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা-তে সুদীর্ঘ ০৭ বছর সহকারী অধ্যাপক হিসেবে শিশু-কিশোর মানসিক রোগ বিভাগে দক্ষতা ও নিষ্ঠার সাথে মানসিক রোগ চিকিৎসায় নিয়োজিত ছিলেন। "রোগীর কল্যাণই সর্বাগ্রে" এই মূলমন্ত্রে দিক্ষীত ডা. মো. জিল্লুর রহমান খান মানসিক স্বাস্থ্য সেবায় নিজেকে আজীবন উৎসর্গ করতে চান। ব্যক্তিজীবনে তিনি এক কন্যা ও পুত্র সন্তানের জনক এবং তার জীবন সঙ্গিনী একজন শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ।
At a Glance
Instant Consultation Time
- Sat - Thu (2.35 PM - 8 PM)
- Fri (5 PM - 10 PM)
Appointment Consultation Time
- Sat - Thu (2.35 PM - 8 PM)
- Fri (5 PM - 10 PM)
Consultation Fee
Follow-Up Fee
(Within 60 days)
Patient Attended
15
Joined DocTime
July 03, 2025
Avg. Consultation Time
15 minutes
Doctor Code
DT9648