ম্যালেরিয়া জ্বরের লক্ষণ, চিকিৎসা ও প্রতিকার
মশাবাহিত ভয়াবহ রোগগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ম্যালেরিয়া! এটি অনেক সময় প্রাণঘাতীও হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০ কোটির বেশি মানুষ প্রতি বছর ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। বাংলাদেশে প্রায় দুই কোটি মানুষ ম্যালেরিয়ার ঝুঁকিতে রয়েছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে পার্বত্য জেলাগুলোয় ম্যালেরিয়ার প্রকোপ বেশি। তবে ঢাকা বা অন্যান্য জেলাও এই ঝুঁকির বাইরে নয়। ম্যালেরিয়া সারা বছরই হতে পারে, তবে বর্ষাকালে ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে।
ম্যালেরিয়া মশাবাহিত প্লাজমোডিয়াম পরজীবী দ্বারা সৃষ্ট একটি রোগ। তবে এটা শুধু সংক্রমিত স্ত্রী অ্যানোফেলিস মশার কামড়েই হয়ে থাকে। একইভাবে, মশার কামড়েই এই রোগ ছড়ায়। ম্যালেরিয়ার প্রধানতম লক্ষণ নির্দিষ্ট সময় পরপর কাঁপুনি দিয়ে জ্বর আসা। এর লক্ষণ বা উপসর্গগুলো সম্পর্কে বিস্তারিত জানা থাকলে ম্যালেরিয়া সংক্রমণের প্রথম থেকেই সতর্ক থাকা যাবে। এছাড়া এর প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে পর্যাপ্ত তথ্য, সঠিক সময়ে চিকিৎসা নিতে সাহায্য করতে পারবে।
এই লেখাটিতে আমরা চেষ্টা করেছি ম্যালেরিয়া রোগের লক্ষণ, চিকিৎসা বা প্রতিকারের মতো বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে। এতে সঠিক সময়ে আপনি ম্যালেরিয়া রোগ শনাক্ত করে চিকিৎসা শুরু করতে পারবেন।
আর্টিকেলটি ইংরেজিতে পড়তেঃ Malaria Causes, Symptoms, Diagnosis, and Treatment